ঢাকা: ঢাকায় সোমবার (৮ নভেম্বর) থেকে ডি-৮ কমিশনের ৪৪ তম বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও তথ্য প্রযুক্তি) শাব্বির আহমদ চৌধুরী ডি-৮ কমিশনারদের দুই দিনব্যাপী (৮-৯ নভেম্বর) বৈঠকের উদ্বোধন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আন্তর্জাতিক সংস্থা) ওয়াহিদা আহমেদ এই ভার্চুয়াল বৈঠকে সভাপতিত্ব করবেন। ডি-৮ মহাসচিব কু জাফর বিন কুশারি এবং ডি-৮ সদস্য দেশগুলোর কমিশনাররা বৈঠকে অংশ নেবেন। বৈঠকে ছয়টি অগ্রাধিকার খাত হিসেবে বাণিজ্য, কৃষি-খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা, জ্বালানি-খনিজ, পরিবহন এবং পর্যটন সহযোগিতা আরও জোরদার করার জন্য আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল ৮টি দেশের জোটের (ডি-৮) বর্তমান চেয়ারম্যান। তিনি চলতি বছর ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতির কাছ থেকে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
টিআর/কেএআর