গাজীপুর: গাজীপুরে একটি পোশাক কারখানা চাল ভেঙে নিচে পড়ে কাওসার হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় যমুনা ডেনিম গার্মেন্টস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত কাউসার শেরপুরের ঝিনাইগাতী থানার দারিয়ার এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতো কাউসার। তিনি কারখানায় ড্রাই প্রসেস বিভাগের সিনিয়র ফিটার ম্যান হিসেবে চাকরি করতেন। দুপুরে তিনি কারখানার টিনের চালের উপর কাজ করছিলেন। এই সময় টিন ভেঙে কাউসার নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএস/কেএআর