সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় এক কক্ষে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীর পরিবার ও স্ত্রীর পরিবার পাল্টাপাল্টি মামলা করেছে।
রোববার (০৭ নভেম্বর) রাতে মামলা দুটির বিষয়ে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন কবির।
এর আগে শনিবার (০৬ নভেম্বর) রাতে আশুলিয়ার জামগড়ার পবনার টেক এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। পরে সোমবার দুপুরে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।
আশুলিয়া থানার এসআই আল মামুন বাংলানিউজকে বলেন, গতকাল রাতে একটি কক্ষ থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সকালে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ছবুর মিয়া নামে ওই ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে আমরা জেনেছি।
তিনি বলেন, নিহত রোজিনা বেগমের ভাই ওহাব আলী তার বোনকে হত্যার জন্য একটি মামলা দায়ের করেছেন। একইসঙ্গে আত্মহননকারী ছবুর মিয়ার ভাই শহীদ আলী একটি অপমৃত্যুর মামলা করেছেন।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
আরএ