ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গহীন সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
গহীন সুন্দরবনে মৃত বাঘ উদ্ধার ফাইল ছবি

সাতক্ষীরা: গহীন সুন্দরবন থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ।

রোবাবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি রাজাখালী খালের পাশ থেকে বাঘটির মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গহীন বনে একটি বাঘের মরদেহ পড়ে আছে, জেলেদের মাধ্যমে এমন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি লোকালয়ে আনা হচ্ছে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান, সুন্দরবনের ভেতর থেকে একটা বয়স্ক বাঘের মরদেহ উদ্ধার করে রেঞ্জ অফিসে আনা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে।

তবে ফরেনসিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।