নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পাঁচ তলা বাড়ির নিচ তলার ফ্ল্যাটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় নিহতের পরিবারকে ২০ হাজার অনুদান দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
শুক্রবার (১২ নভেম্বর) ভোরে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ জানান, আমরা তদন্ত কমিটি গঠন করেছি। নিহতের পরিবারকে অনুদান দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় বাড়ির ৫টি রুমসহ পাশের আরও দুটি বাড়ির দেয়াল উড়ে গেছে। এ সময় মায়া রানী নামে এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে । আরও অন্তত ১৫ জন নারী পুরুষ ও শিশু দগ্ধ হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ৭ জন আহতের নাম পাওয়া গেছে। এরা হলেন- জয়নাল আবেদীনের ছেলে নাছির (৩৩), হোসেন (৩৩), আবেদ আলীর ছেলে অহিদুল ইসলাম (৪৫), ঝুমা (২০), মনি (২৫), কলোসী (৫৫) ও রুবেল (২২)।
রান্নার গ্যাস থেকে বাড়িতে বিস্ফোরণ, নিহত ১ আহত ১৫
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসআইএস