ভোলা: ভোলার দৌলতখানোর সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৫টি নৌকা এবং ২টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
রিটার্নিং অফিস সুত্র জানায়, মদনপুর ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন নান্নু। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ১৬৯৪ ভোট। তার
নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল উদ্দিন সকেট আনারস প্রতীকে পেয়েছেন ১৩৬৫ ভোট।
দক্ষিণ জয়নগর ইউনিয়নে নাজমুল হোসেন বাচ্চু (স্বতন্ত্র) আনারস প্রতীকে ৪৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আলমগীর হোসেন পেয়েছেন ৪৩১৪ ভোট।
ভবানীপুর ইউপিতে আওলাদ হোসেন (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৩২৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবী নবু নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫৮ ভোট।
এছাড়াও উত্তর জয়নগরে নৌকার প্রার্থী বশির সরদার নৌকা প্রতীকে পেয়েছেন ৯০২৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী পেয়েছেন ১৩৩৩ ভোট।
চরপাতা ইউপিতে কাজল ইসলাম নৌকা প্রতিকে ১১১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আবু সাইদ পেয়েছে ৯১৩ ভোট। মেদুয়ায় মঞ্জুর আলম নৌকা প্রতীকে পেয়েছেন ২৯০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী পেয়েছেন ভোট। চর খলিফা ইউনিয়নে শামিম হোসেন অমি চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর