ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
মির্জাপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী, শাশুড়ি ও শ্যালিকাকে কুপিয়ে আহত করেছে সাইফুল ইসলাম নামে এক যুবক।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার সোহাগপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাইফুলের স্ত্রী সুমাইয়া আক্তার, শাশুড়ি নাছিমা বেগম ও শ্যালিকা শিশু আক্তার। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে সুমাইয়ার অবস্থা আশঙ্কাজনক।

দেওহাটা ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব খান বলেন, এ ঘটনায় সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। কি কারণে তিনি তিনজনকে কুপিয়ে আহত করেছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।