নাটোর: নাটোরের সিংড়ায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় সমরেন্দ্র নাথ দেব (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লালঘর জোড়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সমরেন্দ্র নাথ দেব উপজেলার বনকুড়ি গ্রামের বাসিন্দা। তিনি বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ই আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ দুপুরে সমরেন্দ্র নাথ দেব নামে ওই স্কুল শিক্ষক মোটরসাইকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে সিংড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে জলারবাতা ব্রিজের ওপর এলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ