নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার তেলেঙ্গা গ্রামে বসত ঘরে মাদক সেবনে বাধা দেওয়ায় রেহানা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করেছে মাদকসেবী হারুন (৩২)।
বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার তেলেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
রেহানা বেগম বর্তমানে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনি উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের কৃষক বাচ্চু মাঝির স্ত্রী।
শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে স্থানীয় সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন রেহানা বেগম।
আহত বৃদ্ধা রেহানা বেগম জানান, তার স্বামী ও তিনি কৃষিকাজ করে জীবনধারণ করে আসছেন। গত বুধবার দুপুর ১টার দিকে বসতঘরে একা ছিলেন তিনি। এসময় প্রতিবেশী ক্ষমতাশালী ফালু মিয়ার নেশাগ্রস্ত ছেলে হারুন তার ঘরে ঢুকে মাদকসেবন করতে চায়। তিনি তাতে বাধা দেন এবং তাৎক্ষণিক হারুনের বাবা-মাকে জানান। এতে হারুন ক্ষিপ্ত হয়ে রেহানা বেগমকে এলোপাতাড়ি মারধর করে আহত করে। স্থানীয়রা এগিয়ে এলে হারুন পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় রেহানা বেগমের স্বামী বাচ্চু মাঝি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত হারুন গত তিন মাস আগে ওই গ্রামের মন্টু ফকিরের বাড়ির ওরসের খাশি না দেওয়ায় তাকে মারধর করে আহত করে।
নবাবগঞ্জ থানার পাড়াগ্রাম পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. সোহাগ জানান, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করা হচ্ছে। আহত নারীকেও হাসপাতালে দেখে এসেছি। ঊর্ধ্বতন কর্মকর্তার নিদের্শে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ জানান, এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ