বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত নয়জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ নভেম্বর) সকালে মুক্ষাইট মোড় এলাকায় গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমবাগ ৩ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আলী আহমদ ছোট ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুনসুর আহম্মেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটে।
এতে উভয়পক্ষের অন্তত নয়জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত ৫ জন বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে। তবে সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষ থেকে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুনসুর আহম্মেদ ও তার ছেলে আরিফ কাজী এবং সেলিম। পশ্চিমবাগ ৩ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য আলী আহমদ ছোট, আলী আহমদের ছেলে তালুকদার রিয়াদ হোসেন, রেজাউল করিম, সজিব শেখ, রানা ও বাবু। এদের মধ্যে তালুকদার রিয়াদ হোসেন, রেজাউল করিম, সজিব শেখ, রানা ও বাবু বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুনসুর আহম্মেদ বলেন, সকালে মুক্ষাইট মোড়ে অফিসে বসেছিলাম। হঠাৎ নব নির্বাচিত ইউপি সদস্য আলী আহমদ ছোট, ও তার লোকজন এসে অফিসের সামনে দাঁড়ানো সেলিম নামে এক ব্যক্তিকে মারধর শুরু করে। আমি ঠেকাতে গেলে গালিগালাজ করে আমাকেও মারধর শুরু করে। একপর্যায়ে আশপাশের লোক ও আমার ছেলে আরিফ ঠেকাতে আসে। এসময় আলী আহমেদ ছোটর এক সমর্থক আহত হয়।
এদিকে আওয়ামী লীগ নেতার অভিযোগ অস্বীকার করে নব নির্বাচিত ইউপি সদস্য আলী আহমদ ছোট বলেন, সকালে ১০-১২টি মোটরসাইকেল নিয়ে বাবুরহাট এলাকায় মিস্টি নিয়ে যাওয়ার সময় মুক্ষাইট মোড় থেকে কালা সেলিম নামে এক ব্যক্তি আমাদের ওপর হামলা করে। এসময় আমি-আমার ছেলেসহ অন্তত ছয়জন আহত হই। আমার ছেলেসহ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করেছি। হামলাকারীদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ করেছি।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, শুক্রবার সকালে মুক্ষাইট এলাকায় একটি সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য আলী আহমদ ছোট একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ