ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
সিলেটে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু প্রতীকী ছবি

সিলেট: সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে লেগুনার ধাক্কায় রুমন আহমদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার রবস্ত শ্রীখেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রুমন সিলেট বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামের মুহিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনায় তমাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লেগুনাটি জব্দ করা হয়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দকৃত যানবাহন হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর  করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।