ঢাকা, মঙ্গলবার, ২ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
কুমিল্লায় গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত  ...

কুমিল্লা: বাগান, ছাদকৃষি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনলাইন ভিত্তিক কুমিল্লার প্রথম প্ল্যাটফর্ম কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির মিলনমেলা ও গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে দুই শতাধিক বাগানি অংশ নেন। গ্রুপ প্যানেল এবং সদস্যদের মাঝে তিন সহস্রাধিক কাটিং, বীজ, চারা উপহার দিয়েছেন বাগানিরা।

এসময় উপস্থিত ছিলেন- ডা. নারগিস আক্তার, ডা. শামিমা আক্তার রেখা, অধ্যক্ষ মফিজুল ইসলাম, ডা. হাসান ইমাম, ডা. আবু ফয়সল ও নাসিমা হাসনা প্রমুখ। এসময় ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  

সংগঠনটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম জানান, সবার গাছগাছালির প্রতি ভালোবাসা জাগাতেই এমন বিনামূল্যে সবুজ শেয়ারিং ইভেন্টের আয়োজন। আমরা পুরো জেলাকেই সবুজে সমৃদ্ধ করতে চাই।

গার্ডেনার্স সোসাইটির পরিচালনা পর্ষদে রয়েছেন ডা. তালেয়া চৌধুরী, ডা. আবু নাঈম, কৃষিবিদ মোসলেহ উদ্দীন, ওবায়েদুল শাকিল, রাজিব দত্ত, আয়েশা আক্তার, শারমিন, মিমি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।