ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রোতাদের হৃদয় জয় করলো কনসার্ট ‘নভেম্বর রেইন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
শ্রোতাদের হৃদয় জয় করলো কনসার্ট ‘নভেম্বর রেইন’ ছবি: শাকিল

ঢাকা: রক মিউজিকের শ্রোতাদের জন্য ব্র্যান্ডমিথ কমিউনিকেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রক মিউজিক কনসার্ট ‘নভেম্বর রেইন’। গানে গানে শ্রোতাদের মুগ্ধ করে তাদের হৃদয় জয় করে নিয়েছে কনসার্টটি।

শুক্রবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত এ কনসার্টের মূল ইভেন্ট শুরু হয় বিকেল ৩টা থেকে। চলে রাত ১০টা পর্যন্ত। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির (আইসিসিবি) হল নম্বর ৪, ‘নবরাত্রি’-তে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

‘নভেম্বর রেইন’ কনসার্টের প্রধান আকর্ষণ ছিল নগরবাউল জেমস। নগরবাউল ছাড়াও এতে আরও সাতটি ব্যান্ডদল অংশ নেয়। এগুলো হলো- আর্টসেল, ক্রিপটিক ফেইট, ভাইকিং, ব্ল্যাক, প্ল্যাজমিক নক, স্যাভাজেরি ও ফিউজ।

কনসার্টে দলগুলো- ‌‘আমি তারায় তারায় রটিয়ে দেবো’, ‘চলো বাংলাদেশ’, ‘অপেক্ষা’, ‘ভাবাবেগ’সহ বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করেন। এ সময় হলভর্তি বিভিন্ন বয়সী দর্শক হাত নাড়িয়ে নিজেরাও দলগুলোর সঙ্গে গান গেয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।