ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুহিবুল্লাহ হত্যা: বিচারের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
মুহিবুল্লাহ হত্যা: বিচারের অনুরোধে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

ঢাকা: আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ১২ জন কংগ্রেসম্যান।

চিঠিতে কংগ্রেসম্যানরা বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেন।

এছাড়া ৩৫ হাজার রোহিঙ্গাকে করোনা টিকা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

চিঠিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের অনুরোধ জানান কংগ্রেসম্যানরা।

কংগ্রেসম্যানদের মধ্যে চিঠিতে সই করেছেন জেফরি এ মার্কলে, বেঞ্জামিন কার্ডিন, রিচার্জেবল ডারবিন, ক্রিস্টোফার এ কুন্স প্রমুখ।

গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
টিআর/আরবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।