ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক প্রতীকী ছবি

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে নবনীতা দাস (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর নবনীতার স্বামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নবনীতার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলায়। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বাসায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সম্প্রতি নবনীতা দাস তার এক সহপাঠীকে বিয়ে করে সংসার গড়েন। স্বামী বেকার থাকায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। পারিবারিক কলহ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় নিহতের স্বামীকে আটক করে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনইউ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।