ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ভবন থেকে লাফিয়ে পড়ে স্কুলছাত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানে ভবন থেকে লাফিয়ে পড়ে সানা রেজওয়ান সেলিম (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।  

শুক্রবার (১২ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২, ৪১ নম্বর রোডের ৪৮/১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

শনিবার (১৩ নভেম্বর) ভোর ৪টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহত স্কুলছাত্রী গার্মেন্টস ব্যবসায়ী রেজওয়ান সেলিমের মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল ছোট। তার বড় বোন দেশের বাইরে থাকেন।

গুলশান থানার ডিউটি অফিসার (এসআই) শিল্পী আক্তার জানান, ১২তলা বাড়িটির ১০তলাতে বাবা-মায়ের সঙ্গে থাকতো সানা। সে একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।

তিনি আরও জানান, শুক্রবার দিনগত রাতে বাবা-মায়ের সঙ্গে মনোমালিন্যের কারণে সানা ১০তলা থেকে লাফ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের ফুফু বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এজেডএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।