ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় শ্যামলী বাসের হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ট্রাকের ধাক্কায় শ্যামলী বাসের হেলপার নিহত

ঢাকা: রাজধানীর মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় বাবুল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শ্যামলী পরিবহনের চালকের সহযোগী (হেলপার) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

নিহত বাবুলের বাড়ি ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। দুই ছেলে-মেয়ের জনক বাবুল থাকতেন কমলাপুর এলাকায়। আর পরিবারের বাকি সবাই থাকেন গ্রামে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে শ্যামলী পরিবহনের বাসটি ঢাকার দিকে ঢুকছিল। ওই বাসেই ডিউটি করছিলেন বাবুল। পথে মাতুয়াইল ফুটওভার ব্রিজের নিচে রাস্তায় অন্য যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, কোন যানবাহনের ধাক্কায় এই ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

নিহতের ছোটবোন শিরিন আক্তার জানান, ১০-১২ বছর যাবত শ্যামলী বাসে হেলপার হিসেবে চাকরি করতেন ভাই বাবুল। সকালে বাসের স্টাফদের মাধ্যমে দুর্ঘটনায় নিহতের খবর শুনে গাজীপুর থেকে ঢাকায় এসেছেন। এরপর যাত্রাবাড়ী থানায় গিয়ে পুলিশের কাছ থেকে জানতে পারেন, ভোরে গাড়ি নিয়ে ঢাকায় ঢুকছিলেন বাবুল।

তিনি আরও জানান, মাতুয়াইলে তাদের বাসটিকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দেয়। তখন বাবুল বাস থেকে নেমে পেছনে গিয়ে দেখেন তাদের বাসের কেমন ক্ষতি হয়েছে। তা দেখে এসে বাসের দরজার সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।