ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ...

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মমতাজুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজুল নেত্রকোণার পূর্বধলার থানা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার টেকনো ফাইবার লিমিটেডের মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, মোটরসাইকেলে চালিয়ে কর্মস্থলে যাবার পথে সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার মোটরসাইকেলটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মমতাজুল নিহত হন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
আরএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।