ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে চেয়ারম্যানের প্রতিকৃতিতে গোবরের প্রলেপ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
রাতের আঁধারে চেয়ারম্যানের প্রতিকৃতিতে গোবরের প্রলেপ!

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ ও ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিস্তম্ভে গোবরের প্রলেপ দিয়ে জুতা রেখে দিয়ে দুর্বৃত্তরা।  

শনিবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এ নিয়ে পুরো ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন এবং আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাভলু মিয়া বাংলানিউজকে জানান, গভীর রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের ভবনের বৈদ্যুতিক মিটারে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে তিনিসহ স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় তিনি দেখতে পান তার বড় ভাই সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের স্মৃতিস্তম্ভে গোবর দেওয়া হয়েছে। একই সঙ্গে সেখানে বেশ কয়েকটি জুতাও ফেলে রাখা হয়েছে। এ ঘটনায় তিনি তার প্রতিপক্ষকেই দায়ী করছেন।

সন্তোষ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ইউপি চেয়ারম্যান লাভলু মিয়াকে এ ঘটনায় একটি মামলা করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।