ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১১ ভারতীয়র সাইকেল র‍্যালি বাংলাদেশে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
১১ ভারতীয়র সাইকেল র‍্যালি বাংলাদেশে ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র‍্যালি বাংলাদেশে এসেছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে বাংলাদেশে প্রবেশ করে দলটি।

এ সময় ভারতীয় প্রতিনিধি দলের দলনেতা ড. গ্রিশ কুলকার্নি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ভারতে ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে স্নেহালয় সংগঠনের ১১ সদস্যের সাইকেল র‍্যালি নিয়ে বাংলাদেশে এসেছেন। গত ২ অক্টোবর ভারতের মহারাষ্ট্রের আহমেদনগর থেকে ৭৫ দিনের জন্য সাইকেল র‍্যালিটির যাত্রা শুরু করেছেন। প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করবেন। এছাড়া তারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। সবশেষে নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টে গিয়ে তাদের এ সাইকেল র‍্যালিটি শেষ করবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।