ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে রোটারি ক্লাবের মাস্ক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
সৈয়দপুরে রোটারি ক্লাবের মাস্ক বিতরণ

নীলফামারী: রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে ছয় হাজার মাস্ক বিতরণ কর্মসূচির শুরু হয়েছে। রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশ এর মিলিয়ন মাস্ক মার্চ কর্মসূচির অংশ হিসেবে এ মাস্ক বিতরণ করা হয়।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের পৌরসভা সড়কে রোটারী চক্ষু হাসপাতালের সামনে ওই মাস্ক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

রোটারী ক্লাব অব সৈয়দপুরের প্রেসিডেন্ট রোটারিয়ান মো. এমদাদুল হক বাবুল এবং চার্টার প্রেসিডেন্ট এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান প্রফেসর আলহাজ্ব ডা. মো. শরীফুল আলম চৌধুরী উপস্থিত থেকে ওই মাস্ক বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় রোটারী ক্লাব অব সৈয়দপুর এর অ্যসিসট্যান্ট ডিষ্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান শাহ্ আহসান হাবিব, এ্যাসিসট্যান্ট গভর্নর রোটাঃ তারিকুল আলম তারিক, সেক্রেটারি রোটাঃ মোবাশ্বের  প্রিন্স, প্রাক্তন গভর্নর রোটাঃ মমতাজ মিন্টু, রোটাঃ আজাহার সরকার রানা, রোটাঃ কলিমউল্ল্যাহসহ অন্যান্য রিটারিয়ানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান  বৈশ্বিক মরণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রোটারী ক্লাব জেলা ৭৯৮০ ইউএসএ এবং রোসি ফাউন্ডেশন ইউএসএ কর্তৃক রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশকে তিন দশমিক পাঁচ মিলিয়ন মাস্ক বিতরণের জন্য দেওয়া হয়েছে। আর রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩২৮১ বাংলাদেশ এ সব মাস্ক রোটারি ক্লাবগুলোর মাধ্যমে বিতরণের জন্য মিলিয়ন মাস্ক মার্চ কর্মসূচি গ্রহণ করে। এ কর্মসূচির অংশ হিসেবে রোটারী ক্লাব অব সৈয়দপুর ছয় হাজার মাস্ক  বিতরণ করছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।