ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে জেলা পরিষদের ৬ প্রকল্প উদ্বোধন

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
নবাবগঞ্জে জেলা পরিষদের ৬ প্রকল্প উদ্বোধন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জেলা পরিষদের বাস্তবায়িত এক কোটি পাঁচ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে প্রকল্পগুলো উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান।

উন্নয়ন প্রকল্পগুলো হলো- উপজেলার আগলা মাঝপাড়া জামে মসজিদের স্যানিটারি টয়লেট নির্মাণ, যন্ত্রাইল অপূর্ব সংসদের নতুন ভবন নির্মাণ, কলাকোপা বড়নগরে ভ্যাবন ঠাকুরের বাড়ির মন্দির নির্মাণ, নয়নশ্রীর তাশুল্লা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ, শিকারীপাড়া হাইস্কুল মাঠের মঞ্চ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেব, বক্সনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, শিকারীপাড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমূর রহমান খান পিয়ারা, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান মিজান, মো. নান্নু মিয়া, হাবিবুর রহমান হাবিব, শেখ সাহাবুদ্দিন, সুরুজ মোল্লা, কাউসার খালাসী, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি তানভীর বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. পলাশ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রতন মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ১৩ নভেম্বর, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।