ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ...

গোপালগঞ্জ: গোপালগঞ্জে কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নূর মোহাম্মদ (১৫) ও আহাদ মোল্লা (২৫) নামে আরও দুইজন।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়নী উপজেলার সাজাইল সড়কের সাজাইল ইউনিয়নের নওরা ভাদুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলা হাসপাতালের চি‌কিৎসক ফারজানা জানান, নওরা ভাদুলিয়া এলাকায় সড়কের পাশে থাকা একটি মিক্সার মেশিনের সঙ্গে ব্যাটারিচালিত একটি যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ভ্যানে থাকা আরিফ, নূর ও আহাদ মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।