ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
পাবনায় স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা!

পাবনা: পাবনায় তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপরে নৌকা চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকালে আতাইকুলা থানাধীন ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর  গ্রামের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ইনামুল কবির মাসুদ।

তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ১২ নভেম্বর রাতে নির্বাচনী প্রচারণার কাজে ভবানীপুর গ্রামে গেলে তার ওপরে সন্ত্রাসী হামলা করে নৌকার সমর্থকেরা। এ হামলার নির্দেশকারী নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. আবু ইউনুস ও তার দলবল। তার নির্দেশে সন্ত্রাসী বাহিনী তাদের উপরে হামলা করেছে। এসময় হামলাকারীরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ তার সমর্থকদের ব্যাপক মারপিট করেছে বলে অভিযোগ করেন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থক গুরুত্বর আহত হয়।

তিনি বলেন, আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স্কুল শিক্ষক আসাদুজ্জামান এ ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের পুরো পরিবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানের ওপরে নির্বাচনকে কেন্দ্র করে হামলা হবে, প্রাণ নাশের হুমকি দিবে এটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন,  নির্বাচনে অর্থ দিয়ে নৌকা নিয়ে আসা চেয়ারম্যান প্রার্থী তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছেন। আর এ কারণে তিনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বর্তমানে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সন্ত্রাসীদের ভয়ে তিনি এবং তার পরিবার নিরাপত্তারহীনতার মধ্যে রয়েছেন। তাই এক সময়ের আতঙ্কের জনপদ আতাইকুলা থানাধীন বেড়া উপজেলা এই ইউনিয়নের নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি বৃদ্ধির পাশাপাশি নির্বাচন কর্মকর্তার সুদৃষ্টি প্রত্যাশা করনে। এ হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।