ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুন হওয়া নবনির্বাচিত ইউপি সদস্যের জানাজায় মানুষের ঢল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
খুন হওয়া নবনির্বাচিত ইউপি সদস্যের জানাজায় মানুষের ঢল

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় খুন হওয়া নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুর রউফের জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

পরে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় ইমামতি করেন স্থানীয় বায়তুল করিম জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আলী। জানাজায় অংশ নিতে দুপুর থেকেই মাঠে জড়ো হতে থাকে দূর-দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

মুসল্লিরা জানায়, জানাজা নামাযে স্থানীয়রা ছাড়াও স্কুল-কলেজের শিক্ষক-ছাত্র ও তার বন্ধুরা অংশ নেয়। সব মিলে ৮ হাজারেরও বেশি মানুষের সমাগম হয় তার শেষ বিদায়ীয়ে।

এর আগে শুক্রবার (১২ নভেম্বর)  দিনগত রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন আব্দুর রউফ। পথে বামুনিরপাড়া এলাকায় পৌঁছলে কতিপয় দুর্বৃত্ত পথরোধ করে এই ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।    
রউফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে উত্তেজিত লোকজন অভিযুক্ত আরিফের মাগুরেরকুটি গ্রামের বাড়িতে আগুন দেয়। পরদিন শনিবার দুপুর পৌনে দুইটার দিকে প্রধান সন্দেহভাজন আরিফ ও তার স্বজনদের বাড়িতে ফের আগুন দেয় বিক্ষুব্ধরা।

এর আগে দায়ীর বিচার দাবিতে দেড় ঘণ্টা গাইবান্ধা-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের লক্ষ্মীপুর বাজার এলাকা অবরোধ করে বিক্ষুব্ধরা। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা গাছের গুঁড়ি ফেলে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রউফ বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িত হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন আরিফ মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের মাগুড়াকুটি গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।  

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দ্বিতীয় দফায় গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুর রউফ লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোড়ক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।