ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হুমায়ূন আহমেদের জন্মদিনে উড়ল একশো ফানুস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
হুমায়ূন আহমেদের জন্মদিনে উড়ল একশো ফানুস

নরসিংদী: কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে একযোগে একশো ফানুস উড়িয়েছে তার ভক্তরা।  

হিমু পরিবহণ নামে এক সংগঠনের উদ্যোগে শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে এই ফানুস উৎসবের আয়োজন করা হয়।

এদিন দুপুরে প্রায় অর্ধশতাধিক পথ শিশুদের খাবার বিতরণ, বিকেলে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টিম হিমু পরিবহণ। এতে উপস্থিত ছিলেন আবৃত্তিকার ও সংগঠক প্রলয় জামান, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের নাট্যকর্মী সুব্রত কুমার, আলোকিত নরসিংদীর প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল প্রমুখ।  

আয়োজকরা জানায়, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একদল ভক্তদের নিয়ে ২০১৪ সালে যাত্রা শুরু করে টিম হিমু পরিবহণ নরসিংদী। এরপর থেকে ক্যান্সার সচেতনতাসহ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজ করে আসছে তারা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার কথাসাহিত্যিকের ৭৩তম জন্মদিনে ক্যান্সার সচেতনতায় লিফলেট বিতরণসহ এই ব্যতিক্রমী উদ্যোগ হাতে নেওয়া হয় । এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।  

আবৃত্তিকার ও সংগঠক প্রলয় জামান বলেন, হুমায়ূন ভক্তদের এমন আয়োজন প্রশংসনীয়। স্যারের ভক্তদের এইরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজের মাঝে তিনি বেঁচে থাকবেন চিরকাল।  

হিমু পরিবহণ নরসিংদীর সিনিয়র সদস্য ফেরদৌসি রহমান পুষ্প বলেন, স্যারের ৭৩তম জন্মদিনকে স্মরণীয় রাখতে অসহায় বাচ্চাদের খাবার বিতরণ, কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি ফানুস উৎসবটাও করি। স্যার ফানুস উড়াতে পছন্দ করতেন। আমাদেরও অনেক প্রিয় ফানুস, সকলের উপস্থিতিতে এবার চমৎকার একটা অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।