ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইন ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
মিঠামইন ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে অর্থ দাবি ...

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর (০১৯৫৮৪০০৪২১) ক্লোন করে অর্থ দাবি করেছে একটি প্রতারক চক্র।

রোববার (১৪ নভেম্বর) দুপুরে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক আইডি ‘উপজেলা প্রশাসন মিঠামইন’ থেকে বিষয়টি সবাইকে জানানো হয়।

 

‘উপজেলা প্রশাসন মিঠামইন’ ফেসবুক আইডিতে বলা হয়, উপজেলা প্রশাসনের সরকারি ফোন নম্বরটি 01958400421 ক্লোন করে বিভিন্ন নম্বরে ফোন করে অর্থসহ নানাকিছু চাওয়া হচ্ছে। দয়া করে সকলে সাবধান থাকবেন।

এদিকে সাত দিনের সরকারি সফরে এসে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিজ উপজেলা মিঠামইনে অবস্থান করছেন। মিঠামইন ইউএনওর সরকারি ফোন নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবির বিষয়টি প্রকাশ হওয়ায় এলাকায় তোলপাড় চলছে। বিষয়টি তদন্ত করে অপরাধী চক্রকে ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করেছেন সচেতন ব্যক্তিরা।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।