ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের সাইক্লিং দল বাংলাদেশে 

উপজেলা করেসপন্ডেট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের সাইক্লিং দল বাংলাদেশে 

বেনাপোল (যশোর): ভারতীয় ও বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যদের যৌথ সাইক্লিংয়ের জন্য ভারতীয় সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি দল বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে এসেছে।  

রোববার (১৪ নভেম্বর) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা।

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট কর্নেল অমিত রহমান ও লেফটেন্যান্ট কর্নেল সোহেল আহমদে এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কর্নেল মনোজ খাবলাসহ দুই দেশের সেনাবাহিনীর সদস্যরা সংক্ষিপ্ত পরিচিতি পর্ব ও ফটোসেশনে অংশ নেন।
 
জানা যায়, প্রতিবছর দুই দেশের সেনাবাহিনীর যৌথদল সাইক্লিং করে বাংলাদেশ থেকে ভারত যায়। এ দলটির সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইক্লিং দল যুক্ত হয়ে যশোর সেনানিবাস থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। এ যৌথ সাইক্লিং দলটি দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে যাবে। এছাড়া যৌথ সাইক্লিং দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ আফজাল ও ভারতীয় সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।