ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার রুপন মোড়ে পুকুরের পানিতে ডুবে আলী হাসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় বেঁচে যায় তার ছোট বোন মিম আক্তার (২)।

 

রোববার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার রুপন মোড় এলাকার শংকর অটোরাইস মিলের কাছে এ ঘটনা ঘটে। আলী হাসান একই এলাকার মোকলেসের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল থেকে বাড়ির সামনে খেলা করছিল দুই ভাইবোন। একপর্যায়ে বাড়ির অদূরে থাকা পুকুরে আলী হাসান পড়ে গেলে তার ছোট বোনও তাকে অনুসরণ করে পানিতে নামে। পরে মিলের শ্রমিক ও আশপাশের লোকজন দেখতে পেয়ে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। এসময় ওই দুই ভাই-বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মিমের জ্ঞান ফেরানো গেলেও দায়িত্বরত চিকিৎসক আলী হাসানকে মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২১
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।