ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যুবার্ষিকী

ফরিদপুর: ফরিদপুরের নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৬তম মৃত্যুবার্ষিকী (১৭ নভেম্বর) বুধবার। ২০০৫ সালে দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত থাকাকালে তাকে রাতের আঁধারে নৃশংসভাবে হত্যা করা হয়।

এরপর সাহসী সাংবাদিক হিসেবে গৌতম দাসের নাম ছড়িয়ে পড়ে সারাদেশে।

তার স্মরণে ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।  

সাংবাদিক গৌতম দাস হত্যার পর দায়েরকৃত মামলাটির বিচার সম্পন্ন হয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ২০০৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায়ে নয়জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। শহরের মুজিব সড়ক সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করায় তাকে হত্যা করা হয়।  

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।