ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ,মৃত বেড়ে ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
যাত্রাবাড়ীতে বিস্ফোরণ,মৃত বেড়ে ৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। মৃতের নাম শফিকুল ইসলাম (৪০)।

এনিয়ে এই ঘটনায় চারজন মারা গেলেন।

মঙ্গলবার ১৬ নভেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শফিক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, মৃত শফিকুলের ৭৮ শতাংশ দগ্ধ ছিল।  
এর আগে মঙ্গলবার ১৬ নভেম্বর ভোর ৬টার দিকে মারা যান রিপন মিয়া। আর সকাল ৯টার দিকে  মারা যান আবুল কালাম। ১৪ নভেম্বর বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান বিশ্বনাথ (৬০)।  

ডা. আইউব হোসেন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।  

শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।  
 

যাত্রাবাড়ীতে বিস্ফোরণ, মৃত বেড়ে ৩

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১ 
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।