ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে নবজাতকসহ ২ জনের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ঢামেকে নবজাতকসহ ২ জনের মরদেহ

ঢাকা: রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে পৃথক ঘটনায় নবজাতকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) সকালে মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, সকালে হাসপাতালের বাগানের গেটের ভেতর ময়লার স্তূপে এক নবজাতকের মরদেহ দেখতে পায় লোকজন। পরে ক্যাম্পে খবর দিলে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওই মেয়ে নবজাতকের বয়স আনুমানিক একদিন। ধারণা করা হচ্ছে, মৃত অবস্থায় কেউ তাকে ফেলে রেখে গেছে।

অন্যদিকে চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম মিজানুর রহমান বলেন, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ৯৯৯-এ খবর পেয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবন সংলগ্ন প্রধান সড়কের ফুটপাত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার নাম দীন মোহাম্মদ (৩৫)। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দীন মোহাম্মদ মৃত আমির হোসেনের ছেলে। তার মা রওশন আরা থাকেন কামরাঙ্গীরচরে। যুবকটি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।