ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্রের আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্রের আত্মহত্যা!

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী সুব্রত কুমার (১৯) ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে খুলনার খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙা এলাকায় যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।

নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের ছেলে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে হতাশাগ্রস্ত হয়ে যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছেন। দুপর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, সুব্রত ছিল আর্কিটেকচার বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। খবর শুনে ওই বিভাগের শিক্ষকদের একটি টিম ঘটনাস্থানে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।