ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার ২ কাতল ৪৩ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
পদ্মার ২ কাতল ৪৩ হাজারে বিক্রি পদ্মার ২ কাতল ৪৩ হজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৪ কেজি ৫০০ গ্রাম এবং ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি বড় কাতল মাছ। মাছ দুটি ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) সকালে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে হজো চালাকের জালে মাছ দুটি ধরা পড়ে।

জানা গেছে, হজো চালাক মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের সামনে নিয়ে আসেন। এরপর স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১৩০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৬০০ টাকা দিয়ে মাছগুলো কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে ঘাটে আসতেই দেখি জেলে হজো তাজা দুটি কাতল মাছ নিয়ে আমার আড়তের সামনে দাঁড়িয়ে আছে। পরে তার কাছ থেকে ৩২ কেজি ওজনের দুটি মাছ ৪১ হাজার ৬০০ টাকায় কিনি। এরপর ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেই।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।