ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
বিজয় দিবসে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো ...

ঢাকা: আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশের বিজয় দেবে সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো। এছাড়া দেশটি সামরিক সহযোগিতা বাড়নোর প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার ( ১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) তৌফিক ইসলাম শাতিল ও মেক্সিকো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (এশিয়া প্যাসিফিক) ক্লডিয়া ফ্রাঙ্কো হিজুয়েলোস। এতে আরও অংশ নেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশে রাষ্ট্রদূত আবিদা ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত মেক্সিকোর অনাবাসী রাষ্ট্রদূত ফেদেরিকো সালাস লোতফে।

বৈঠকে মেক্সিকোর পক্ষ থেকে সামরিক সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। একইসঙ্গে মেক্সিকো পর্যটন খাতের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছে। বৈঠকে মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর উদযাপনে বাংলাদেশ থেকে যে ৩৯ সদস্যের সামরিক প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, সে বিষয়ে আলোচনা করা হয়। সেই সফরের প্রতিদান স্বরূপ রাষ্ট্রদূত ক্লডিয়া ফ্রাঙ্কো নিশ্চিত করেন, ২০২১ সালের ডিসেম্বরে আসন্ন বিজয় দিবস উদযাপনে অংশ নিতে ঢাকায় একটি সামরিক প্রতিনিধি দল পাঠাবে মেক্সিকো।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।