ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

এতিম শিশু পেটানো সেই শিক্ষক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এতিম শিশু পেটানো সেই শিক্ষক আটক

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতকে তিন এতিম শিশুকে পেটানোর অভিযোগে মাদরাসা সুপারকে আটক করেছে পুলিশ। উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে বুধবার (১৭ নভেম্বর) দুপুরে মাদরাসা সুপার মাওলানা আব্দুল মুকিতকে আটক করা হয়।

বাংলানিউজকে এ তথ্য জানান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। মুকিত হাজি ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদরাসার সুপার।

হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুকিত গত বছরের ২০ ডিসেম্বর এতিমখানার তিন শিশুকে বেধড়ক মারধর করেন। সম্প্রতি ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর মাদরাসা সুপার আব্দুল মুকিতকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাকে আমরা আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

>>> এতিম ২ শিশুকে পাশবিক নির্যাতন, ভিডিও ভাইরাল

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।