ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘বাঙালিরা আজ যা ভাবে, ভারতীয়রা ভাবে পরের দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
‘বাঙালিরা আজ যা ভাবে, ভারতীয়রা ভাবে পরের দিন’

বরিশাল: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে দেশে বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে। কিছুদিন আগেও আমাদের বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়ি এখন বিশ্বের বিস্ময়।

প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের দুঃসাহসী মানুষ, ইনোভেটিভ-ক্রিয়েটিভ মানুষদের নেতৃত্ব দিয়ে এটাকে সম্ভব করেছে।

বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উপমহাদেশে বাঙালি জাতি সব থেকে মেধাবী ও ক্রিয়েটিভ হিসেবে পরিচিত। বিট্রিশ আমলে সর্বভারতীয় একজন নেতা ছিলেন মিস্টার গোখলে, তার একটা সাড়া জাগানো মন্তব্য আমরা প্রায়ই শুনি। এখনও সেটা বাঙালি সম্পর্কে বলা হয়। বাঙালিরা আজকে যা ভাবে ভারতীয়রা ভাবে পরের দিন। ভারত উপমহাদেশে চারটি নোবেল এসেছে, যার তিনটির মালিক বাঙালিরা। পাকিস্তান কখনো ভাবেনি বাঙালিরা এতো এগিয়ে যাবে। তারা কিছুদিন মানতেই পারেনি বাংলাদেশ তাদের সমান হবে, এখন বাংলাদেশ তো তাদের সমান হয়েছেই, তাদের থেকে এগিয়েও গেছে। পাকিস্তানের ইয়াং জেনারেশন তারা এখন বলে- ‘আসুন আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী এক্সচেঞ্জ করি দুই বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রয়োজন। ’ এগুলো ইউটিউব, ফেসবুকে রয়েছে দেখবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফীন, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহাম্মদ শহীদুজ্জামান খান, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ডিজিএফআই বরিশালের কর্নেল এম এ সাদী, বরিশালের মুখ্য মহানগর হাকিম মো. কবির উদ্দিন প্রামাণিক, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ও দায়রা আদালতের পিপি একেএম জাহাঙ্গীরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

এর আগে, তিনি বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরে নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন ওবিএমপি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।