ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৪৫ লাখ টাকার কারেন্ট জাল ও ৩০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
৪৫ লাখ টাকার কারেন্ট জাল ও ৩০ মণ জাটকা জব্দ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ মণ ঝাটকা ইলিশ জব্দ করেছে নৌ-পুলিশ।  

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার দুপুর পর্যন্ত রাবনাবাদ নদীর মোহনায় অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।

এ অভিযানে জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য ৪৫ লাখ টাকা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি নৌ-পুলিশ।

পরে দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নিদের্শে কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবাগান এলাকায় এনে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদরাসা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

নৌ-পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম আরও জানান, নদীতে টহলরত অবস্থায় এসব জাল ও মাছ জব্দ করা হয়েছে। জাটকা রক্ষায় এ রকম অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।