ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৬০ বছরের শিপ্রার নামে ৫১ মাদক মামলা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২১
৬০ বছরের শিপ্রার নামে ৫১ মাদক মামলা!

চুয়াডাঙ্গা: শিপ্রা বেগম। ৬০ বছর বয়সী এ বৃদ্ধার নামে রয়েছে ৫১টি মাদক মামলা।

চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক বিক্রেতা তিনি। বুধবার (১৭ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা জেলার বুদ্ধিমান পাড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

শিপ্রা চুয়াডাঙ্গা জেলার বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শিপ্রা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে ৫১টি মামলা রয়েছে। এর মধ্যে চার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে তার। শিপ্রার স্বামীও মাদক বিক্রি করতেন। স্বামী মারা গেছেন। তাদের সন্তান আলী হোসেন (৪০) বর্তমানে মাদক মামলায় ৩২ বছরের সাজা পেয়ে কারাভোগ করছেন।

৩০ বছরে ৫১ মামলা!

শিপ্রা প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক পাচারে যুক্ত হন। ১৯৯১ সালে প্রথম তার নামে মামলা হয়। এরপর গত ৩০ বছরে ৫১টি মামলা হয় তার নামে। গ্রেফতার হন শতাধিকবার! বিভিন্ন মেয়াদে সাজাও হয় চার মামলায়।

পুরো পরিবারই মাদক কারবারে জড়িত!

শিপ্রার স্বামী বাবুল মারা যান ২০১৫ সালে। তিনি একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন পাঁচ মামলার আসামি। এর একটি মামলায় ৩২ বছরের জেল খাটছেন ২০১৫ সাল থেকে। গোপন দরজা

ঘরের ভেতর গোপন দরজা!

শিপ্রা ঘরের ভেতর ঢুকলেই তাকে আর গ্রেফতার করা যায় না! কারণ ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যেতেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।