ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচার করতেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচার করতেন তিনি কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচার করতেন তিনি

সিরাজগঞ্জ: নওগাঁ জেলার রানীনগরে অভিযান চালিয়ে ১৯০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিসহ  আমজাদ হোসেন (৬০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর অ্যাডজুটেন্ট ও অপ্স  অফিসার  মো. মোস্তাফিজুর  রহমান।

এর আগে, বুধবার (১৭ নভেম্বর) গভীর রাতে রানীনগর উপজেলার বড়গাছা ইউয়িনের ৯নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আমজাদ ওই উপজেলার আটনিতা পাড়ার মৃত হাইতুল্ল্যা পেদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৯নং ওয়ার্ডের বাদল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।

মোস্তাফিজুর  রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে  বিভিন্ন এলাকা হতে মূর্তি ক্রয় করতেন। পরে সেগুলো বিদেশে পাচার করতেন।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।