ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি ছবি: শাকিল

ঢাকা: গ্যাস জাতীয় সম্পদের অপচয় রোধ করে পরিকল্পিতভাবে ব্যবহারের সুযোগ করে নাগরিক অধিকার সুরক্ষা করা সরকারের পবিত্র দায়িত্ব। অন্যদিকে গ্যাস সেক্টরের বিভিন্ন বিশৃঙ্খলতা ও অনিয়ম দূর করতে অনতিবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবি জানিয়েছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের পক্ষে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী ইব্রাহীম মাহমুদ লিখিত বক্তব্য পাঠ করেন।

গাজী ইব্রাহীম মাহমুদ বলেন, দেশে প্রায় ৬/৭ বছর ধরে গ্যাস সংযোগ বন্ধ করে রাখা হয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ গ্যাস অপচয় হচ্ছে এবং অবৈধভাবে ব্যবহার হচ্ছে, যদি এটি প্রতিকারের ব্যবস্থা করা হয় তবে আবাসিক সংযোগের ক্ষেত্রে ৫-৬ শতাংশ গ্যাস দিলেও দেশে গ্যাসের স্বল্পতা হবে না। গ্রাহকরা গ্যাস সংযোগের জন্য সরকারের কোষাগারে চাহিদাপত্র অনুযায়ী টাকা দিয়ে বছরের পর বছর গ্যাসের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে। অ্যাপার্টমেন্ট বা বহুতল ভবনগুলো গ্যাসের অভাবে উপর্যুক্ত টাকায় ভাড়া হচ্ছে না। মানুষ লোনের টাকায় বাড়ি করে দারুণ এক অনিশ্চয়তায় ভুগছে। কয়েকবার গ্যাস সংযোগ চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করেও পরে অজ্ঞাত কারণে এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকদের জমানত ফেরত দেওয়ার বিষয় ও গ্যাস সংযোগ চালুর জন্য হাইকোর্ট ডিভিশনে একটি রিট মামলা করা হয়েছে এবং এ বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি হাইকোর্ট ডিভিশন থেকে রুল দেওয়া হয়েছে, যা গ্রাহকের স্বপক্ষে রয়েছে।

তিনি বলেন, বৈধভাবে গ্যাস সংযোগের ব্যবস্থা গ্রহণ করলে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আদায় হবে। যা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে এবং উন্নয়নের গতিশীলতা ধারাবাহিকভাবে আরও ত্বরান্বিত হবে। গ্যাসের স্বল্পতার জন্য গ্যাস সংযোগ বন্ধ এ কথাটির বাস্তবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা করে অবশ্যই জাতীয় স্বার্থে গ্যাস সংযোগ চালু করার নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আবুল হাশেম পাটোয়ারী, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০০১
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।