ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
মাগুরায় সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্র নিহত

মাগুরা: মাগুরা ওয়াব্দা মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় আলিফ (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে  ওয়াব্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আলিফ মাগুরা মহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের খলিল বিশ্বাসের ছেলে। সে ওয়াব্দা নাকোল মাদরাসার ছাত্র।

আলিফের মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনেন নাসিম উদ্দিন।

তিনি জানান, আলিফ ওয়াব্দা এলাকায় সাফোল গাছা গ্রামে নানা বাড়িতে থেকে পড়াশোনা করত। তার বাবা ও মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন।

তিনি আরও জানান, সকালে ওয়াব্দা বাজার এলাকার মাগুরা-মধুখারী রাস্তা পার হতে গিয়ে আলিফ মধুখালীগামী একটি মোটরসাইকেলের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে পড়ে যায়। এছাড়া মোটরসাইকেলের চালক টিপু সুলতানও রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আলিফ ও টিপুকে সদর হাসপাতালে নিয়ে আসেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল কবীর জানান, শিশুটি মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। টিপু সুলতানের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

মাগুরা হাইএয়ে পুলিশ রামনগরের এএসআই মো শাহ জালাল বলেন, শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। সদরে আনার পর তার স্বজনেরা তার মরদেহ নানা বাড়ীতে নিয়ে গেছে। অন্যদিকে মোটরসাইকেল চালক সদরে ভর্তি আছেন। তার অবস্থাও আশংকাজনক। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ জানায়নি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।