ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
কমলনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কমলনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ১৬টি টিনশেড ও আধা পাকা দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চরলরেন্স পূর্ব বাজারের ভূমি অফিসের সামনে গড়ে ওঠা এসব স্থাপনা ভেঙে দেওয়া হয়।

এর আগে একাধিকবার নোটিশ করে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় উপজেলা ভূমি অফিস। অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় এ উচ্ছেদ অভিযান করা হয়।  

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা  সহকারি কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা।  

এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল কাশেম ও চরলরেন্স ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

উপজেলা সহকারী কমশিনার (ভূমি) পুদম পুষ্প চাকমা উচ্ছেদ অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।  

হাজিরহাট ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, উপজেলা ভূমি অফিস ও চরলরেন্স ভূমি অফিস নির্মাণের কাজ চলছে। উপজেলা ভূমি অফিসের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রচীর নির্মাণ করার জন্য ওই বাজারের প্রায় ১৬-১৭টি ঘরের একসনা বন্দোবস্ত সব বাতিল করে প্রশাসন। তাদের দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে। কিন্তু দোকান মালিকরা নোটিশ অমান্য করে তাদের ব্যবসা চালিয়ে যাওয়া উপজেলা ভূমি অফিস অভিযানে চালায়।  

এদিকে, এক দোকান মালিক আবুল কাশেম মাস্টার অভিযোগ করে বলেন, আমরা সরকারের থেকে বন্দোবস্ত নিয়ে ব্যবসা করছি। এ দোকানঘরগুলোর উচ্ছেদের নোটিশ পাওয়ার পর জজকোর্টে মামলা করি। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে একটি রিটও চলমান। কিন্তু এর পরেও উচ্ছেদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।