ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ম বোন পরিচয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
ধর্ম বোন পরিচয়ে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ

নাটোর: ঢাকা থেকে আগত গার্মেন্টস কর্মীকে ধর্ম বোন বানিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মুখে ওড়না পেঁচিয়ে ধর্ষণ করেছে আবু সাঈদ নামে এক লম্পট। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) দিনগত রাত ১২ টার সময় নাটোরের সিংড়া উপজেলায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী ধর্ষক আবু সাঈদকে আসামি করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। আটক আবু সাঈদ নাটোর সদর উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও গার্মেন্টস কর্মীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাত ১০টার সময় ঢাকায় কর্মরত এক গার্মেন্টস কর্মী ছুটিতে নিজ বাড়িতে আসার উদ্দেশে সিংড়া বাসস্ট্যান্ডে এসে পৌঁছায়। রাত বেশি হওয়ায় ওই গার্মেন্টস কর্মী বাড়ি ফিরতে ভয় পায়। এ সময় বাসস্ট্যান্ডে নাটোর থেকে সিংড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসা আবু সাঈদ নামে এক যবুকের সঙ্গে পরিচয় হয় ওই গার্মেন্টস কর্মীর।

এ অবস্থায় লম্পট আবু সাঈদ ওই গার্মেন্টস কর্মীকে কৌশলে ধর্ম বোন বানিয়ে ফেলে। একই সঙ্গে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। এতে ওই গার্মেন্টস কর্মী রাজি হলে তাৎক্ষণিকভাবে বাড়ির দিকে রওনা দেয়। পথে চৌগ্রাম এলাকায় নিয়ে গিয়ে সড়কের পাশে মেয়েটিকে মুখে ওড়না পেচিয়ে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকার শুনে রাত ১২টার সময় নাটোর-বগুড়া মহাসড়কে টহলরত সিংড়া থানা পুলিশ আবু সাইদকে ঘটনাস্থল থেকেই আটক করে। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন আবু সাঈদ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই গার্মেন্টস কর্মীর মামলায় আবু সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই গার্মেন্টস কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।