ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা

দিনাজপুরের একটি ছাত্রীনিবাস থেকে মাধবী রায় বর্মন নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মাধবী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সম্মুখ প্রান্ত ছাত্রীনিবাস থেকে সুরতহাল প্রতিবেদন শেষে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।  

সহপাঠীর এমন মৃত্যুর ঘটনায় মাধবীর ছাত্রীনিবাসের মালিকের সংশ্লিষ্টতা দাবি করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেচানো ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ দেখতে পায় অবস্থানরতরা। পরে তারা পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।  

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশিদ বলেন, ছাত্রীটি আমাদের বিশবিদ্যালয়ে পড়ালেখা করে। খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই।

এদিকে সহপাঠীর মৃত্যুর সংবাদে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, মৃত্যুর ঘটনাটি ঘটেছে দুপুরে। কিন্তু ছাত্রীনিবাসের মালিক সেটি গোপন করে কক্ষে তালা দিয়ে রেখেছিলো। এমন দাবি করে তারা রাত সাড়ে ৯ টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান করে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।