ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের হয়রানির প্রতিবাদে মানববন্ধন মানববন্ধন

নোয়াখালী: নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল, হয়রানি, নির্বাহী প্রকৌশলীর অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, ট্রান্সফরমার বসিয়ে আর্থিক সুবিধা নেওয়া, গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে অযাচিত হস্তক্ষেপসহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী গ্রাহকরা।  

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নোয়াখালী টাউন হল মোড়ে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গ্রাহকদের চোর সম্বোধন করে কথা বলা, প্রকৃত মিটার রিডিং থেকে ২০-২৫ শতাংশ বেশি রিডিং দেখিয়ে বিল প্রদান ও সিস্টেম লস কমানো, শহরের বড় বড় স্থাপনায় ট্রান্সফরমার বসিয়ে আর্থিক সুবিধা নেওয়া, নতুন স্থাপনায় অস্থায়ী মিটার বরাদ্দে অনিহা, অন্য কোনো মিটার থেকে বিদ্যুৎ ব্যবহার করলে মামলার ভয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়সহ তিন গুণ হারে বিল প্রদান, অনাদায়ে হয়রানি ও সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া।

নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতি, দালালের মাধ্যমে আর্থিক লেনদেনসহ নানাভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়া ও দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।  

মানববন্ধন শেষে জেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি দেন ভুক্তভোগী গ্রাহকরা।  

অনিয়ম ও দুর্নীতি বিষয়ে জানতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।