ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার ডিনা (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট‍্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

ফাতেমা সাভারের মুশুরি খোলার চর তুলাখুলি এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি রাজধানীর শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরে ফাতেমা ব্যাটারি চালিত অটোরিকশায় করে সাভার বাজার বাসস্ট‍্যাডের পুরনো ফুটওভার ব্রিজ এলাকা থেকে রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কিছু পথ চলার পর ফাতেমার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লেগে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন‍্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।