ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় আগুনে দগ্ধ মা-শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
মুগদায় আগুনে দগ্ধ মা-শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় মা ও তার শিশু সন্তান মারা গেছে। তারা হলেন প্রিয়াংকা ও তার শিশু সন্তান অরুপ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

তিনি জানান, গতকাল সোমবার দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রথমেই মারা যায় শিশু সন্তান ও পড়ে মারা যায় তার মা প্রিয়াঙ্কা।

এই ঘটনায় সুধাংশু বৌদ্ধ ও শ্বাশুড়ি সেফালী রাণী বারৈ চিকিৎসাধীন আছেন।

এদিকে সোমবার (২২ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর ৫তলা বাড়ীর নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে এতে স্বামী স্ত্রী ও সন্তান সব একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিইটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যাথার চিকিৎসার কারণে গত পরশু পরিবার নিয়ে ঢাকায় আসেন। মিটফোর্ডে হাসপাতালে চিকিৎসা নিয়ে মুগদায় শ্যালক পলাশের ওই বাসায় উঠেন। বাসাটিতে শুধু শেফালী রাণী থাকতেন।

তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে প্রিয়ায়কা পানি গরম করতে রান্না ঘরে যায়। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতে রান্না ঘরে বিকট বিস্ফোরণ হয়। এতে বাসায় থাকা তারা ৪জনই দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সবারই দগ্ধ ৩৫ শতাংশ উপরে হবে বার্ন হবে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, সকালে নাস্তা বানাতে গিয়ে বাসার ভিতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে চারজন দগ্ধ হয়েছে। ধারনা করা হচ্ছে সিলিন্ডার লিকেজ  থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছে।

মুগদায় বাড়িতে আগুন, দগ্ধ ৪

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।