ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে বালু তোলার ড্রেজার ও পাইপ ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
বোয়ালমারীতে বালু তোলার ড্রেজার ও পাইপ ধ্বংস

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবৈধভাবে বালু তোলার অপরাধে একটি ড্রেজার মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করে ধ্বংস করা হয়েছে।  

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দিঘি থেকে ড্রেজারটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা ধ্বংস করা হয়।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের বাউরকান্দি গ্রামের একটি দিঘি থেকে ড্রেজার দিয়ে বালু তুলে আশপাশের বাড়িতে বালু সাপ্লাই দেওয়া হচ্ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম খবর পেয়ে সোমবার (২২ নভেম্বর) বিকেলে সেখানে অভিযান চালান। টের পেয়ে ড্রেজারের সঙ্গে সংশ্লিষ্ট লোকজন এসময় দৌড়ে পালিয়ে যান। পরে ওই ড্রেজার ও বেশ কিছু পাইপ ভেঙ্গে ফেলা হয়।  

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কখনও কোনো অনুমোদন দেওয়া হয় না, হবেও না।
 
এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।