ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে রাস্তায় পোশাক শ্রমিকরা

ঢাকা: সুযোগ-সুবিধা ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলন করেছেন আইডিয়াল গার্মেন্টসের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর-১৩ নম্বরে কনভেনশন সেন্টারের বিপরীত পাশে তারা এই দাবি জানিয়ে আন্দোলন করেন।

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সকাল থেকেই আন্দোলন শুরু করেন আইডিয়াল গার্মেন্টসের শ্রমিকরা। পরবর্তীতে তারা অন্যান্য গার্মেন্টসের শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়ার জন্য ডাকেন। কিন্তু অন্য গার্মেন্টসের শ্রমিকরা না আসলে সেগুলোর সামনে ভাঙচুর করেন আন্দোলনরত শ্রমিকরা।

তিনি আরও বলেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় পোশাক শ্রমিকরা তাদের বিভিন্ন ভাতা, বেতন ও সুযোগ-সুবিধার বাড়ানোর দাবি জানায়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই আন্দোলন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।